দ্রুত টাইপিং করতে গিয়ে আরও হাজারটি ভুল? মোবাইল এ টাইপ করতে গিয়ে আমরা সবাই সমস্যাটিতে পরে থাকি, এর সমাধান হতে পারে আজকের আমাদের এই অ্যাপ- Cheetah
Keyboard যা আমাদের দিচ্ছে দ্রুত টাইপিং এর সুবিধা এবং এর সাথে থাকছে স্মার্ট রিপ্লাই, অটো ওয়ার্ড সাজেশন ফিচারস।
কীবোর্ডটির সবচেয়ে সুন্দর ফিচার হল এর থিমগুলো, কীবোর্ড টি ইন্সটল করলে থাকছে ৩০০০+ থিম ডাউনলোড এর সুযোগ। চোখ ধাঁধানো এই থ্রিডি থিম গুলো বিভিন্ন রঙের হরেক ডিজাইন এর। আপনি চাইলে থিম গুলো নিজের মত করে সাজিয়ে নিতে পারেন এর সাথে আপনের কোন পছন্দের ছবি এড করতে পারবেন, কালার কিংবা ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন।
কীবোর্ড টির টাইপিং সুবিধা গুলো খুবি ভাল এটিতে টাইপ করা নির্ভেজাল এবং এটি দ্রুত ওয়ার্ড সাজেশন দেখায় যার ফলে অনেক সময় বাচে এবং ভুল ও কম হয়। কীবোর্ড টিতে আছে বিশাল ইমোজি এবং GIF এর সমাহার যা আপনার টাইপিং কে করবে আরও মজাদার এবং ফাস্ট।
তাহলে আজই ইন্সটল করে ফেলুন Cheetah Keyboard এবং আপনের পছন্দের থিমটি ডাউনলোড করে অ্যাপ্লাই করুন।
Too good..
উত্তরমুছুনThanks Mahmudul
উত্তরমুছুন