বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

B2IN- শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ

গণিত নিয়ে ঝামেলায় আছো? এই অ্যাপটি তোমার সব জটিল সমীকরণের সমাধান হতে পারে। 

বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া একঝাক তরুণের এই সেবামূলক উদ্দোকটি খুবই প্রশংসনীয়, এ অ্যাপটিতে তোমার গণিত সম্বন্ধীয় সমস্যাটির একটি ছবি তুলে আপলোড কর এবং পেয়ে যাও একজন টিউটর সম্পূর্ণ বিনামুল্যে।



চাইলে তুমি টিউটর হিসেবে যোগদান করে তোমার প্রতিভা কাজে লাগিয়ে অন্যের গণিত সমস্যা সমাধানে সাহায্য করতে পার।

অ্যাপটিতে একদিনে ২টির বেশি এবং মাসে ১০টির বেশি প্রশ্ন করতে পারবেনা, চাইলে অন্যরা যে প্রশ্নটি করেছে তাও দেখতে পারবে এবং সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটিও পেয়ে যেতে পার কোন প্রশ্ন না করেই।




একবার শিক্ষার্থী কিংবা টিউটর হিসেবে যোগদান করলে পরে চেঞ্জ করতে পারবেনা তাই তোমার একাউন্টটি খোলার সময় যেন ভুল না হয়। 

তুমি তোমার ফেসবুক একাউন্টি ব্যবহার করেও আইডি খুলতে পারবে এবং বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় অ্যাপটি ব্যবহার করতে পারবে।



তবে আর দেরি কেন? ইন্সটল করে ফেলো- B2IN এবং বন্ধুদের সাথে সেয়ার কর এই দারুন অ্যাপটি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

B2IN- শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ

গণিত নিয়ে ঝামেলায় আছো ? এই অ্যাপটি তোমার সব জটিল সমীকরণের সমাধান হতে পারে।   বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া একঝাক তরুণের এই সেবামূলক ...