যারা সিম্পল গেম পছন্দ করেন তারা এই গেমটি খেলে মজা পাবেন কেননা গেমটিতে তেমন
কোন ঝামেলার ফিচার নেই তবে তারমানে এই নয় যে গেমটি অনেক সোজা।
একসময় ব্যাড আইল্যান্ড নামে একটি দ্বীপ ছিল যেখানে জলদস্যুদের বাহিনি খুব
উৎপাত চালাত। এই গেমটিতে আপনি একজন পিচ্চি লাল বলের মত দেখতে লড়াকু থাকবেন যে অন্য
দস্যুদের পরাজিত করবে।
গেমটিতে ১৬ টি লেভেল আছে এবং মাত্র ৩ টি টাচ বাটনের সাহায্যে খেলা যাবে, নিচে বামপাশে ২ টি বাটন পাবেন যা দিয়ে
সামনে পিছনে মুভ করা যাবে এবং নিচে ডান পাশের বাটনটি দিয়ে আপনার দিকে আগত
পাইরেটদের আঘাত করতে পারবেন। মনে রাখবে শুধুমাত্র উপরের দিকেই গোলাবর্ষণ করা যাবে
তাই পিচ্চি পাইরেটরা সামনে এলে সরে যেতে হবে নয়তো গেম ওভার!
অনেক সুন্দর গেইম টা...
উত্তরমুছুনধন্যবাদ সুজন ভাই
উত্তরমুছুন