শনিবার, ৩১ মার্চ, ২০১৮

পিচ্চি জলদস্যুদের সাথে হয়ে যাক লড়াই

যারা সিম্পল গেম পছন্দ করেন তারা এই গেমটি খেলে মজা পাবেন কেননা গেমটিতে তেমন কোন ঝামেলার ফিচার নেই তবে তারমানে এই নয় যে গেমটি অনেক সোজা।
একসময় ব্যাড আইল্যান্ড নামে একটি দ্বীপ ছিল যেখানে জলদস্যুদের বাহিনি খুব উৎপাত চালাত। এই গেমটিতে আপনি একজন পিচ্চি লাল বলের মত দেখতে লড়াকু থাকবেন যে অন্য দস্যুদের পরাজিত করবে।
গেমটিতে ১৬ টি লেভেল আছে এবং মাত্র ৩ টি টাচ বাটনের সাহায্যে খেলা যাবে, নিচে বামপাশে ২ টি বাটন পাবেন যা দিয়ে সামনে পিছনে মুভ করা যাবে এবং নিচে ডান পাশের বাটনটি দিয়ে আপনার দিকে আগত পাইরেটদের আঘাত করতে পারবেন। মনে রাখবে শুধুমাত্র উপরের দিকেই গোলাবর্ষণ করা যাবে তাই পিচ্চি পাইরেটরা সামনে এলে সরে যেতে হবে নয়তো গেম ওভার!

একটি লেভেল ক্লিয়ার করেই সামনের লেভেল আনলক করা যাবে এবং গেম ওভার হলে আবারো ওই লেভেলটি খেলতে পারবেন। তাহলে দেরিনা করে এখুনি ইন্সটল করে ফেলুন Tiny Pirate Adventures এবং কমেন্ট এ আপনার মতামত জানান। 

B2IN- শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ

গণিত নিয়ে ঝামেলায় আছো ? এই অ্যাপটি তোমার সব জটিল সমীকরণের সমাধান হতে পারে।   বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া একঝাক তরুণের এই সেবামূলক ...