বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

B2IN- শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ

গণিত নিয়ে ঝামেলায় আছো? এই অ্যাপটি তোমার সব জটিল সমীকরণের সমাধান হতে পারে। 

বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া একঝাক তরুণের এই সেবামূলক উদ্দোকটি খুবই প্রশংসনীয়, এ অ্যাপটিতে তোমার গণিত সম্বন্ধীয় সমস্যাটির একটি ছবি তুলে আপলোড কর এবং পেয়ে যাও একজন টিউটর সম্পূর্ণ বিনামুল্যে।



চাইলে তুমি টিউটর হিসেবে যোগদান করে তোমার প্রতিভা কাজে লাগিয়ে অন্যের গণিত সমস্যা সমাধানে সাহায্য করতে পার।

অ্যাপটিতে একদিনে ২টির বেশি এবং মাসে ১০টির বেশি প্রশ্ন করতে পারবেনা, চাইলে অন্যরা যে প্রশ্নটি করেছে তাও দেখতে পারবে এবং সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটিও পেয়ে যেতে পার কোন প্রশ্ন না করেই।




একবার শিক্ষার্থী কিংবা টিউটর হিসেবে যোগদান করলে পরে চেঞ্জ করতে পারবেনা তাই তোমার একাউন্টটি খোলার সময় যেন ভুল না হয়। 

তুমি তোমার ফেসবুক একাউন্টি ব্যবহার করেও আইডি খুলতে পারবে এবং বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় অ্যাপটি ব্যবহার করতে পারবে।



তবে আর দেরি কেন? ইন্সটল করে ফেলো- B2IN এবং বন্ধুদের সাথে সেয়ার কর এই দারুন অ্যাপটি। 


মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

একটি ড্রাগনের দুর্দান্ত অভিযান Drag'n'Boom

এটি আমার খেলা সবচেয়ে মজার গেম যেটা অফলাইনেও খেলা যাবে এবং কোন ডাটা খরচও করতে হবেনা। 

গেমটির গ্রাফিক্স দেখার মত, খুবি কালারফুল এবং শুধুমাত্র আপনার ডান এবং বাম পাশের স্ক্রিন ব্যবহার করেই ড্রাগনটিকে কন্ট্রোল করতে পারবেন।


ডান পাশের টাচ স্ক্রিনটি শত্রুদের দিকে আগুনের গোলা ছুড়তে এবং বাম পাশের টাচ স্ক্রিনটি ড্রাগনটিকে নড়াবার জন্য ব্যবহার করুন, ছোট এই লাল ড্রাগনটি সামনে পিছনে উপরে নিচে লাফিয়ে চলে এবং শত্রুদের পুড়িয়ে ছারখার করে তাদের মূল্যবান বস্তু হাতিয়ে নেয়।



গেমটিতে প্রায় ৫০ টির মত লেভেল আছে এবং আপনি যত খেলবেন তত নতুন নতুন স্ক্রিল আনলক হবে এবং আপনার ড্রাগন হবে আরও শক্তিশালী। 

ড্রাগনটি উড়ার সময় স্লোমোশনে অ্যাটাক করতে পারে যা নিখুত আক্রমনে আপনাকে সাহায্য করবে।



গেমটির সবচেয়ে ভাল দিক হচ্ছে এর চোখ জুড়ানো গ্রাফিক্স এবং কোন ঝঞ্ঝাটবিহীন মসৃণ গেমপ্লে। Drag'n'Boom গেমটি সম্পূর্ণ ফ্রী তাই দেরিনা করে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে ফেলুন আজই।


সোমবার, ২ এপ্রিল, ২০১৮

বদলে ফেলুন আপনার পুরনো কীবোর্ড


দ্রুত টাইপিং করতে গিয়ে আরও হাজারটি ভুল? মোবাইল টাইপ করতে গিয়ে আমরা সবাই সমস্যাটিতে পরে থাকি, এর সমাধান হতে পারে আজকের আমাদের এই অ্যাপ- Cheetah Keyboard যা আমাদের দিচ্ছে দ্রুত টাইপিং এর সুবিধা এবং এর সাথে থাকছে স্মার্ট রিপ্লাই, অটো ওয়ার্ড সাজেশন ফিচারস।


কীবোর্ডটির সবচেয়ে সুন্দর ফিচার হল এর থিমগুলো, কীবোর্ড টি ইন্সটল করলে থাকছে  ৩০০০+  থিম ডাউনলোড এর সুযোগ। চোখ ধাঁধানো এই থ্রিডি থিম গুলো বিভিন্ন রঙের হরেক ডিজাইন এর। আপনি চাইলে থিম গুলো নিজের মত করে সাজিয়ে নিতে পারেন এর সাথে আপনের কোন পছন্দের ছবি এড করতে পারবেন, কালার কিংবা ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। 


কীবোর্ড টির টাইপিং সুবিধা গুলো খুবি ভাল এটিতে টাইপ করা নির্ভেজাল এবং এটি দ্রুত ওয়ার্ড সাজেশন দেখায় যার ফলে অনেক সময় বাচে এবং ভুল কম হয়। কীবোর্ড টিতে আছে বিশাল ইমোজি এবং GIF এর সমাহার যা আপনার টাইপিং কে করবে আরও মজাদার এবং ফাস্ট।



তাহলে আজই ইন্সটল করে ফেলুন Cheetah Keyboard এবং আপনের পছন্দের থিমটি ডাউনলোড করে অ্যাপ্লাই করুন।






শনিবার, ৩১ মার্চ, ২০১৮

পিচ্চি জলদস্যুদের সাথে হয়ে যাক লড়াই

যারা সিম্পল গেম পছন্দ করেন তারা এই গেমটি খেলে মজা পাবেন কেননা গেমটিতে তেমন কোন ঝামেলার ফিচার নেই তবে তারমানে এই নয় যে গেমটি অনেক সোজা।
একসময় ব্যাড আইল্যান্ড নামে একটি দ্বীপ ছিল যেখানে জলদস্যুদের বাহিনি খুব উৎপাত চালাত। এই গেমটিতে আপনি একজন পিচ্চি লাল বলের মত দেখতে লড়াকু থাকবেন যে অন্য দস্যুদের পরাজিত করবে।
গেমটিতে ১৬ টি লেভেল আছে এবং মাত্র ৩ টি টাচ বাটনের সাহায্যে খেলা যাবে, নিচে বামপাশে ২ টি বাটন পাবেন যা দিয়ে সামনে পিছনে মুভ করা যাবে এবং নিচে ডান পাশের বাটনটি দিয়ে আপনার দিকে আগত পাইরেটদের আঘাত করতে পারবেন। মনে রাখবে শুধুমাত্র উপরের দিকেই গোলাবর্ষণ করা যাবে তাই পিচ্চি পাইরেটরা সামনে এলে সরে যেতে হবে নয়তো গেম ওভার!

একটি লেভেল ক্লিয়ার করেই সামনের লেভেল আনলক করা যাবে এবং গেম ওভার হলে আবারো ওই লেভেলটি খেলতে পারবেন। তাহলে দেরিনা করে এখুনি ইন্সটল করে ফেলুন Tiny Pirate Adventures এবং কমেন্ট এ আপনার মতামত জানান। 

B2IN- শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ

গণিত নিয়ে ঝামেলায় আছো ? এই অ্যাপটি তোমার সব জটিল সমীকরণের সমাধান হতে পারে।   বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া একঝাক তরুণের এই সেবামূলক ...